নির্বাচনের পরপরই নানা ইতিবাচক উদ্যোগে শিক্ষার্থীদের দৃষ্টি কাড়ছেন নবনির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা। ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ২৮টি পদের মধ্যে ২৩টিতে বিজয়ী হয়। এরপর একের পর এক কর্মসূচিতে তারা শিরোনামে আসেন।
ডাকসু নির্বাচন
এ বিষয়ে প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম বলেন, আমরা চেষ্টা করেছি আমাদের প্যানেলটিকে ইনক্লুসিভ করার। এবং সেটা হয়েছেও। আমরা নারী শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তাদের বক্তব্য শুনছি, তারা কী রকম ক্যাম্পাস প্রত্যাশা করছে সেটা জানছি।
প্রাক-নির্বাচনি জরিপ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের প্রত্যাশা ও উদ্বেগ নিয়ে সবার আগ্রহ তুঙ্গে। আসন্ন নির্বাচনে শিক্ষার্থীরা কাকে নেতৃত্বে দেখতে চান এবং তাদের মূল চাহিদাই বা কী—এসব নিয়ে প্রাক-নির্বাচনি জরিপ করেছে ন্যারেটিভ। এতে উঠে এসেছে চমকপ্রদ তথ্য।